• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রশ্নপত্র ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত: বি. চৌধুরী

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ মার্চ ২০১৮, ২৩:১২

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও মনে করেন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জ রেলগেটে বিকল্পধারা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রশ্নপত্র ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে দেয়া উচিত বলে মন্তব্য করেন। তার বক্তব্যকে সমর্থন করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিতে পারেনি। এর ফলে প্রায় দেড় কোটি ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বি. চৌধুরী আরও বলেন, দেশের ২ কোটি ৪০ লাখ নতুন ভোটার হয়েছে, যারা এর আগে ভোট দেয়নি। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদেরকেই আগামীর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার এবং জীবনের নিরাপত্তা দিতে হবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি নয়, যাকে পছন্দ করি তাকেই দেবো।

সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, এসডি সভাপতি আ স ম আবদুর রব। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ যুক্তফ্রন্টের নেতারা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh