• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭ই মার্চের জনসভা প্রতিহত করতে জেনারেল ইয়াহিয়ার বিশেষ বাহিনী গঠন

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০১৮, ০৮:৩৫

একাত্তরের এই দিনে ৭ই মার্চের জনসভা প্রতিহত করতে বিশেষ বাহিনী গঠন করেন জেনারেল ইয়াহিয়া। গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের বেশ ক’জন নেতাকে। বঙ্গবন্ধুর নির্দেশে এদিনও কাজে যোগ দেয়নি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শেখ মুজিবের ঘনিষ্ঠ ও সহযোগী কয়েক’শ লোকের তালিকা তৈরি করে পাঠানো হয় রাওয়ালপিন্ডিতে। সবার দৃষ্টি ৭ মার্চের জনসভার দিকে। কী নির্দেশনা দেন বঙ্গবন্ধুর।

এদিন বাঙালির তুমুল আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। স্বাধীনতার দাবিতে বিক্ষুব্ধ বাঙালির স্বতঃস্ফূর্ত মিছিল-সমাবেশ-হরতালও অব্যাহত ছিল এদিন। দিনভর রেসকোর্স ময়দানে ৭ মার্চ আওয়ামী লীগের জনসভার মাইকিং চলে।

এমনই উত্তাল পরিস্থিতিতেই পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এসএম আহসানকে অপসারণ করে ইয়াহিয়া নতুন গভর্নর বানায় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে।

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এ দিন জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি ভাষণে পূর্ব পাকিস্তানের মানুষকে সংযত হবার নিদের্শ দেন। বলেন অন্যথায় আইন অমান্যকারীদের শাস্তি দেয়া হবে।