• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ১৫:৫২

জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি। এখনও তারা তাদের চক্রান্ত ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচে) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম এবং তাদের পৃষ্ঠপোষকদের কোনও রাজনৈতিক ছাড় না দেয়া যাবে না।

তিনি বলেন, জঙ্গি সন্ত্রাসীদের বিষয়ে এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনও রাজনৈতিক ছাড় দেয়া যাবে না। এ ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ থাকা উচিত। জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সরকারকে সহযোগিতা করা উচিত।

তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন জাফর ইকবাল ভালো আছেন। সুস্থ আছেন। খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
বুয়েটে জঙ্গিরা সক্রিয় কি না খুঁজে বের করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করার প্রমাণ পেলেই অ্যাকশন’
X
Fresh