• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘জাফর ইকবালের ওপর হামলার সম্পূর্ণ দায় সরকারের’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৮, ২২:৫৩

বিজ্ঞান লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সম্পূর্ণ দায় সরকারের। বললেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শনিবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হামলার প্রতিবাদ জানাতে সমবেত হয়ে একথা বলেন তিনি।

ইমরান এইচ সরকার বলেন, জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল সরকার। সুতরাং সরকারের নিরাপত্তাবেষ্টনী ভেদ করেই এই হামলা হয়েছে। তাই এর দায় নিতে হবে সরকারেই। এই হামলার দায় সম্পূর্ণ সরকারের।

তিনি বলেন, কোনো রাজনীতিবিদের ওপর তো হামলা হয় না। শুধু লেখক আর মুক্তবুদ্ধির চর্চাকারীদের ওপর হামলা হয়। সরকার মনে করে যে এসব হামলাকারীর চেয়ে সরকারের বিরুদ্ধে যারা লেখালেখি করে তাদের ঠেকানো জরুরি।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, যতক্ষণ সরকার হামলার ব্যাপারে আন্তরিক অবস্থান না নেবে এবং হামলাকারীদের পৃষ্ঠপোষকতা দেবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

আগামীকাল রোববার বিকেল ৪টায় শাহবাগে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন তিনি।

এই ঘটনায় এছাড়া প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ, শ্লোগান একাত্তর, বাংলাদেশ ছাত্র মৈত্রী এবং প্রগতিশীল জোটের নেতাকর্মীরা।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh