• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অঘোষিত অসহযোগ শুরু হয় ১ মার্চ থেকেই

অনলাইন ডেস্ক
  ০১ মার্চ ২০১৮, ১৫:০৪

শুরু হলো অগ্নিঝরা মার্চ। বাঙালির গৌরব ও অহংকারের মাস। একাত্তর সালের মার্চ ২৬ তারিখে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ানো হয় বাংলাদেশের নতুন পতাকা। এর পাঁচদিন পর ৭ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নিরস্ত্র বাঙালি প্রস্তুতি নিতে শুরু করে যুদ্ধের। আর ২৫ মার্চ বাঙালি জাতির ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে পাক হানাদাররা। চলে গণহত্যা।

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মানুষ পায় নিজস্ব পতাকা আর মাতৃভূমির স্বাদ। মূলত একাত্তর সালের মার্চ মাস থেকেই শুরু স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সশস্ত্র লড়াই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আসে স্বাধীনতার রক্তিম সূর্য। অগণিত প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশে নামে নতুন একটি দেশের অভ্যুদয় ঘটে।

অথচ ৪৬ বছর আগে মার্চ মাসের এ দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে কোনো স্বাধীন দেশের অস্তিত্ব ছিল না। কিন্তু সেসময় পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি বাঙালির মনে লালিত ছিলো শুধু একটিই স্বপ্ন, তা হলো পরিপূর্ণ স্বাধীনতা।