• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হজ কার্যক্রমে অংশ নেয়ার অনুমোদন পেলো ৭৭৪ এজেন্সি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩

চলতি বছর হজ কার্যক্রমে অংশ নিতে ৭৭৪টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার প্রথম পর্যায়ে অনুমোদিত হজ এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

তবে যে সব হজ এজেন্সি এখনও পর্যন্ত হালনাগাদ কাগজপত্রাদি মন্ত্রণালয়ে দাখিল করেনি এবং ইতোপূর্বে বিভিন্ন অভিযোগে শাস্তি/জরিমানা পাওয়া এজেন্সিগুগুলোর তালিকা প্রথম পর্যায়ে প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এছাড়াও ১৩৯ টি হজ এজেন্সিকে হারিয়ে যাওয়া ২১৩ জন হাজীকে যথা সময়ে গ্রহণ না করায় সর্তক করা হয়ছে।

এর আগে গতকাল সোমবার চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার হজ করতে ইচ্ছুকদের প্যাকেজ-১ এ ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

অনুমোদিত হজ এজেন্সিগুলোর তালিকা দেখতে ক্লিক করুন

আরও পড়ুন:

এসএইচ/জেএইজ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
এক ম্যাচে ৩১ গোল হজম করার অনুভূতি জানালেন গোলকিপার
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
‘ঈদ এলে সেই পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে’
X
Fresh