logo
  • ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬

রোববারের গুরুত্বপূর্ণ খবর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ অক্টোবর ২০১৬, ২২:৪৫ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০০:০৯
• সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের গোয়ায় বিমসটেক সম্মেলনে তিনি এ কথা বলেন।

• প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক লিডারস সম্মেলনে যোগ দেয়ায় সম্মানিত বোধ করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার টুইটারবার্তায় বাংলা ও ইংরেজিতে এ কথা জানান তিনি।

•  সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতারা।

• দু’দিনের সফরে ঢাকা এসেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট । এ সফরে ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ বাংলাদেশে পালনের পাশাপাশি ঢাকায় একটি বক্তৃতাও দেবেন জিম ইয়ং কিম।

• খুলনায় জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে জঙ্গি আরিফের ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত ১০টা ৩০ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।

• ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছবি তুলতে গিয়ে কাটা পড়ে প্রাণ গেলো ২ শিশুর। আহত হয়েছে ১ শিশু। রোববার সকালে জেলার ভাদুঘরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ঘটলো এ দুর্ঘটনা।

.• কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য এবং মংলা কাস্টমস হাউসের সাবেক কর কমিশনার মো: নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

• আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়কে দূত হিসেবে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপধ্যায়। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকেই চেয়েছিলেন। কিন্তু ওই সময় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আসতে পারছেন না।

• ইলেক্টোরাল ভোটে এগিয়ে হিলারি। ভিডিও টেপ ফাঁস, যৌন হয়রানি, একের পর এক অভিযোগে জনসমর্থন হারাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব দেখা যাচ্ছে ইলেক্টোরাল কলেজ ভোটে।

• ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলে দেখা যাবে নতুন চার মুখ। তারা হলেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান সোহান। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  ১৪ সদস্যের নাম প্রকাশ করে।

এপি/এমকে 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়