• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসবিরোধী কমিটিতে যেন জামায়াত-শিবির ঢুকতে না পারে

অনলাইন ডেস্ক
  ১৮ জুলাই ২০১৬, ১৪:২১

জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটিতে কোনভাবেই যেন জামায়াত-শিবির ঢুকতে না পারে, সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি আজ সোমবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হানিফ বলেন, কমিটি শুধু আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠন করবেন না। স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই কমিটি গঠন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের প্রস্তুতি উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে.কর্ণেল (অব.) ফারুক খান, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh