• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আদালত নির্দেশ দিলে খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন : সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০২

বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা সম্পূর্ণ উচ্চ আদালতের ওপর নির্ভর করছে। তবে আশা করি সব সমস্যার সমাধান হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ (সোমবার) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, বর্তমান অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে উচ্চ আদালত নির্দেশ দিলে অবশ্যই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত।

তিনি বলেন, দলগতভাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে প্রত্যাশা করি। তবে নির্বাচনে না এলে কমিশনের কিছু করার নেই।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গেলো ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার। বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন। এ অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না- তা নিয়ে নানা মত রয়েছে।

খালেদা কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তার ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি বলছে, খালেদা-তারেক ছাড়া নির্বাচনে যাবে না তারা। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন- মামলার কারণে খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলেও তার দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলাপ হয়নি : মির্জা ফখরুল
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh