‘খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালতের বিষয়’
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালত বলবেন। এটি আদালতের বিষয়। এতে রাজনীতির কিছু নেই। সরকারের কিছু করার নেই। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে।
আরও পড়ুন:
এমসি/জেএইচ