• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘৭ই মার্চ স্মরণকালের বড় জনসভা করবে আ.লীগ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৮

আগামী ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবে। জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

গেলো বছরের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ই মার্চের এ ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এ ভাষণকে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয়। আর সেই স্বীকৃতির পর প্রথম ৭ মার্চ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটিকে সর্বকালের বৃহৎ জনসভার মাধ্যমে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘খালেদার রায়ের কপি পেতে দেরির দায় বিএনপির’
--------------------------------------------------------

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগে আমরা সুশৃঙ্খল সমাবেশ করেছিলাম, এবার আগের কিছু খুঁত সংশোধন করে আরও অনেক বেশি সুশৃঙ্খল সমাবেশ করবো আমরা।

নির্বাচন সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের প্রধান হাতিয়ার হবে তরুণ এবং নারী ভোটাররা। এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেটা লক্ষ্য রেখেই আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh