• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খালেদার মুক্তিতে ডিসিকে স্মারকলিপি বিএনপির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করে বিএনপি। এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি।

রোববার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: চা শ্রমিকদের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
--------------------------------------------------------

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, রবিবার সারাদেশে আমাদের নেতারা মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করেন। ঢাকায় হবে দুপুর ১২টায় হলেও অন্যান্য জেলায় স্থানীয় নেতারা সুবিধা অনুযায়ী অফিসসূচির (৯টা-৫টা) মধ্যে এই স্মারকলিপি প্রদান করবেন।

গেল ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির এ ৫ দিনের কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনীতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী, ২০ দলীয় জোটসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের জ্যেষ্ঠ নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে পার্কের দাবিতে স্মারকলিপি
জামিন পেলেন মির্জা আব্বাস, কারামুক্তিতে বাধা নেই
বিএনপি নেতা আলালের মুক্তিতে বাধা নেই
মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই
X
Fresh