logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মেলায় বড় আয়োজন নিয়ে সিসিমপুর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৫ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৪
বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রতিবছরের মতো এ বছরও সিসিমপুর তার বিশাল আয়োজন নিয়ে হাজির হয়েছে। 

সিসিমপুর, মেলার শিশু চত্বরে শিশু মঞ্চ তৈরী করেছে সিসিমপুরের আদলে। 

প্রতি শুক্রবার ও শনিবার শিশু প্রহরে এবং বিকেলে সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিকু নিয়ম মতো হাজির হচ্ছে শিশু মঞ্চে। তাদের উপস্থিতি দেখে শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে শিশু চত্বর। 

সেই সাথে সিসিমপুর স্টল তো থাকছেই প্রতিবারের মতো। 

গত পয়লা ফেব্রুয়ারি সিসিমপুর শিশুমঞ্চ ও স্টলের উদ্বোধন করেন সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম। 

সেই সাথে উপস্থিত ছিলেন সিসিমপুরের অন্যান্য কর্মকর্তারাও।

স্টল উদ্বোধনের সাথে সাথেই শিশুদের ভিড় জমে যায় এবং মোহাম্মদ শাহ আলমের অটোগ্রাফসহ তার নিজ হাতে এবারের বইমেলায় সিসিমপুরের প্রথম বইটি তুলে দেয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয়। 

যেখানে পুরান বইসহ আরও ৯টি নতুন বই নিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০১৮ এ সিসিমপুরের এবারের আয়োজন।  

পাশাপাশি, শিশু চত্বর ও শিশুদের জন্য সিসিমপুর এর এবারের আয়োজন এবং সিসিমপুরের স্টল পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক গোকুলকৃষ্ণ ঘোষ।  

আরও পড়ুন: 

এসজে/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৭০২৬৬২ ৩২৫১৫৪৪ ৩৯৩২১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়