• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদার আইনজীবীরা অসত্য বলছেন: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৭

মামলার সার্টিফায়েড কপির বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, রায়ের কপি ৬শ ৩২পৃষ্ঠা। এটা যুক্তিসঙ্গতভাবে টাইপ হতে যতোদিন সময় লাগে, ততোদিন উনারা (আদালত) সময় নেবেন। এর চেয়ে এক মিনিট বেশি রাখার জন্য সরকারের কোনো ইচ্ছা নেই। এ ব্যাপারে সরকার কোনও নাক গলাবে না।

আইনমন্ত্রী বলেন, আমি যতটুকু শুনেছি বৃহস্পতিবার তারা জজ সাহেবকে জিম্মি করে রায়ের কপির বিষয়ে কথা নেওয়ার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনও মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানো হয়নি। নতুন করে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবেও না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এতিমের টাকা মারে না। তাদের টাকা মেরে বড়লোক হয় না আর লন্ডনে গিয়ে পড়াশুনাও করে না। আমরা এতিমের সঙ্গে থাকি।

আরও পড়ুন:

এমসি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
X
Fresh