• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মিয়ানমার

অনলাইন ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৯

মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। রোহিঙ্গাদের প্রাথমিক আশ্রয়ের জন্য ক্যাম্পও তৈরি করা হয়েছে। বললেন ঢাকা সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে।

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেবেন তারা। তার সরকার কফি আনান কমিশনের সুপারিশসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।

সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বলেছেন মিয়ানমার থেকে বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য বড় সমস্যা। এই রোহিঙ্গারা যাতে দ্রুত নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারে সেজন্য যথাযথ উদ্যোগ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

এছাড়াও রোহিঙ্গাদের ফেরার জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ এবং সেদেশের সরকারের ওপর যাতে আস্থা তৈরি হয় তার প্রতি গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেছেন, বাস্ত্যুচ্যুত রোহিঙ্গাদের বাড়িঘর পুনর্নির্মাণ, কৃষিজমি ও দোকানপাট ফেরত দিতে মিয়ানমার সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

এর আগে গত ২৩ ডিসেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সম্মতিপত্র সই হয়। এর ভিত্তিতে দুই দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে এবং ১৬ জানুয়ারি ওই গ্রুপের প্রথম বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন বিষয় ঠিক করে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’স্বাক্ষরিত হয়।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারে নতুন করে রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরুর পর জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এসএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh