• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেলায় শাকিলের ভ্রমণকাহিনী ‘পদচিহ্ন এঁকে যাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩১

এবারের একুশের বইমেলায় তরুণ পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিলের নতুন বই ‘পদচিহ্ন এঁকে যাই’ এসেছে।

সুদূর কোলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসার অভিজ্ঞতা নিয়ে লেখা বইটি প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশনী।

লেখক ইকরামুল হাসান শাকিল জানান, বইটিতে পায়ে হেঁটে কোলকাতা থেকে ঢাকা আসার রোমাঞ্চকর অভিজ্ঞতা দারুণ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

পাঠকরা যখন বইটি পড়বে তখন কল্পনায় কোলকাতা থেকে ঢাকা আসার রোমাঞ্চকর সেই পথ ঘুরে আসবে।

শাকিল বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব’র সদস্য হয়ে বিভিন্ন সময় পর্বতারোহণ করছেন।

তিনি ২০১৫ সালে নেপালের দুর্গম পর্বত মাউন্ট কেয়াজো রি (২০ হাজার ২৯৫ ফুট উচু) আরোহণ করেছেন।

এই অভিযানের অভিজ্ঞতা নিয়ে ২০১৬ সালে ‘মাউন্ট কেয়াজো-রি শিখরে বাংলাদেশ’ শিরোনামে একটি বইও লিখেছেন।

ইকরামুল হাসান শাকিলের বই দু'টি পাওয়া যাচ্ছে ছায়াবীথি ৪১৬ ও ৪১৭ নম্বর স্টলে।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
বইমেলায় যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
শেষ সময়ে প্রাণবন্ত বইমেলা
X
Fresh