• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বিএনপির সংকট ঘনীভূত করতে তারেক রহমানই যথেষ্ট’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

বিএনপির সংকট আমরা ঘনীভূত করবো না। তাদের সংকট ঘনীভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ট। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনের বিপরীতে এয়ারপোর্ট রোডে বিআরটিএ’র নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির ভাঙন চায় না, সেই চেষ্টাও করবে না। তবে বিএনপি ভাঙার জন্য তারা নিজেরাই দায়ী হবে। খালেদার জন্য মানুষ রাস্তায় নামেনি। বিএনপির জন্য কী নামবে?

তিনি বলেন, খালেদা জিয়ার আপিলের সুযোগ আছে। জামিন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন আদালত। আপিলের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মতো বড় দলের নির্বাচনে থাকা দরকার। তারা একবার বলছে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে, আবার বলছে খালেদাকে ছাড়া নির্বাচনে যাবে না। তারা আসলে কোনটা চায়?

মানুষ এখন আর আন্দোলনের মুডে নেই, নির্বাচনের মুডে আছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কে/এ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh