• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির অবস্থান কর্মসূচি চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২২

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি চলছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি না দেয়ায় স্থান পরিবর্তন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির কথা ছিল। পরে পুলিশ অনুমতি না দেয়ায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জন্য অনুমতি চাওয়া হয়। সেখানেও পুলিশের অনুমতি না দিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির অনুমতি দেয়।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করবে।

গেল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
X
Fresh