• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের অনুমতি না পেয়ে বিএনপির সমাবেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৬

মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তি দাবিতে অবস্থান কর্মসূচির স্থান প্রথমে জাতীয় প্রেসক্লাব নির্ধারণ করলেও পরে তা পরিবর্তন করেছে বিএনপি।

মঙ্গলবারের এই কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে হবে বলে সোমবার রাতে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ডিএমপি বিএনপিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অবস্থান কর্মসূচি করার অনুমতি দিয়েছে। সেজন্য আমরা জাতীয় প্রেসক্লাবের পরিবর্তে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি করবো।

এর আগে রিজভী বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি বলেছিলেন, ঢাকার মতো সারা দেশে জেলার নেতারা তাদের পছন্দমতো স্থানে এ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ,

নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে সরকার’
ঈদের দিনও নেতাকর্মীদের ঘরে কান্নার রোল : রিজভী
নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশে : রিজভী
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh