• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নার্গিসকে বিদেশ নিতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৬, ১৬:৩২

ছাত্রলীগ নেতার বদরুলের নৃশংসতার শিকার নার্গিসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে প্রধানমন্ত্রীর সহায়তা চায় তার পরিবার। জানালেন নার্গিসের মামা আব্দুল বাছের।

বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, নার্গিস এখন ডান হাত-পা নাড়াতে পারলেও অকেজো হয়ে গেছে তার বাম হাত-পা-চোখ।

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের অবস্থার আরো উন্নতি হয়েছে। খুলে দেয়া হয়েছে তার লাইফ সাপোর্ট। নিতে পারছেন স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস। আগামী সপ্তাহে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবে চিকিৎকরা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় স্কয়া হাসপাতালে নার্গিসকে দেখতে যাবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গেলো ৩ অক্টোবর পরীক্ষা দিয়ে সিলেট এমসি কলেজ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানেই তার মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার হয়।

এইচটি/ এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh