logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

হত্যার হুমকি, আইনের আশ্রয় নিচ্ছেন আনু মুহাম্মদ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ অক্টোবর ২০১৬, ১৫:৫১ | আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২১:২৯
এসএমএস’র মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় চেয়ে জিডি করবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আনু মুহম্মদ নিজের ফেসবুকে লেখেন, গতরাত ১টার দিকে 01629967551 নম্বর থেকে পাঠানো এক বার্তা পেলাম। এর হুবহু: "Death keeps no calendar, and Ansatullah knows no time!"

আরটিভি অনলাইনকে আনু মুহম্মদ বললেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আইনের আশ্রয় চেয়ে একটি জিডি করবো।’

কে/ এস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়