• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রায়ে সরকারের হাত থাকলে আগেই সাজা হতো : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৯

বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায়, সেটি জনপ্রত্যাশিত রায়। রায়ে সরকারের হাত থাকলে আগের মেয়াদেই সাজা হতো। কারণ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, সত্যিকারের রাজনীতিবিদরা জেলকে ভয় পায় না। রায়ে কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতেই পারেন। কাউকে বাদ দিয়ে নয়; সবাইকে নিয়েই আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়াজিত এক আলোচনা সভায় দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ইতিহাসের মাইলফলক বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh