• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘তখন আকাশ-বাতাস কেঁদেছে, তাদের কাঁদতে দেখিনি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১২

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের নেতাকর্মীরা যে কেঁদেছেন তা শুধু তাদের স্বজন ও সম্পদের জন্য। এদেশের মানুষের প্রতি তাদের কান্না আসে না। যদি আসতো তাহলে তারা দেশে জ্বালাও-পোড়াও করে অসংখ্য মানুষকে পোড়াত না। তাদের জ্বালাও-পোড়াও আন্দোলনে দেশের মানুষ যখন পুড়েছে, তখন দেশের আকাশ-বাতাস কেঁদেছে কিন্তু তাদের কাঁদতে দেখিনি’

বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাইঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত রায় পরবর্তী আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সরকারের হাত থাকলে এই সরকারের প্রথম মেয়াদেই রায় হতো, দশ বছর পর হতো না। আমরা যে পরের মেয়াদে ক্ষমতায় আসবো সে গ্যারান্টিও তো ছিল না। সুতরাং এই রায় আদালতের ধারাবাহিক প্রক্রিয়ায় হয়েছে।’
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
--------------------------------------------------------

তিনি বলেন, ‘রায় আওয়ামী লীগ কিংবা বিএনপির বিষয় নয়, এটা আদালতের বিষয়। এ রায় জনগণের প্রত্যাশিত রায়। দেশের ইতিহাসে তা মাইলফলক হয়ে থাকবে এ কারণে যে, এদেশের মানুষ বোঝে নেবে আইন সবার জন্য সমান। অন্যায় করে কেউ পার পায় না, কেউ আইনের ঊর্ধ্বে না।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু দুর্নীতিবাজের দলই নয়, এরা দুস্কৃতিকারীরও দল। বিদেশে (লন্ডন) দূতাবাসে হামলা চালিয়েছে বিএনপি। সেখানে জাতীর পিতার ছবি পুড়িয়েছে। তারা মনেই করে না যে, একটি দেশের দূতাবাস শুধু সরকারের নয় দেশের সম্পদ। অর্থাৎ বিএনপি শুধু দুর্নীতিবাজের দলই নয় এরা দুস্কৃতিকারীর দলও।’

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
রোববার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
‘মিয়ানমারে ফেরত যাবে ১৮০ সেনা, ফিরবে ১৭০ বাংলাদেশি’
X
Fresh