• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদার সঙ্গে থাকবেন পরিচারিকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫২

ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত পরিচারিকা মোছা. ফাতেমাকে থাকার অনুমতি দিলেন আদালত।

বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষ থেকে করা এক আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার পরিচারিকা মোছা. ফাতেমাকে তার সঙ্গে রাখার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে খালেদার আরেক আইনজীবী জয়নাল আবেদিন জানান, খালেদা জিয়া অসুস্থ। রায় শোনার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় একজন পরিচারিকা চেয়ে আবেদন করা হয়েছে।

পরিচারিকা হিসেবে মোছা. ফাতেমার নাম প্রস্তাব করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh