• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রামপালে ৫ লাখ গাছ লাগাবে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৬, ১২:০৯

রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। সেখানে ৫ লাখ গাছ লাগাবে সরকার। জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা রামপালে সবুজায়ন প্রকল্প হতে নিয়েছি। ওই এলাকার মানুষের যেন অক্সিজেন সমস্যা না হয় সে লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, সারাদেশে সবুজ বেস্টনি তৈরি করছি। এটাই দেশকে দূর্যোগ থেকে বাঁচাবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে সবুজ বেস্টনি দিয়ে ঘিরে রাখা।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে আন্দোলন করছে। বলা হচ্ছে, এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা বলব বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

দূর্যোগ মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ৯৭ সালের বন্যায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হয়েছিলো। তবে সরকারের দৃঢ পদক্ষেপে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তখন আমরা সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবিসহ সকল সংস্থাকে কাজে লাগিয়েছি।

শেখ হাসিনা বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশের কোনো মানুষ না খেয়ে মরবে না। সবার খাদ্যের ব্যবস্থা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১৫৬টি আশ্রয় কেন্দ্র নির্মানাধীন আছে। দেশের প্রতিটি এলাকায় মাল্টিপারপাস সাইক্লোন স্টোর তৈরি করছে সরকার।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh