• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালেদার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আদালত রায় ঘোষণার পরপর বকশীবাজার এলাকা থেকেই শিমুল বিশ্বাসকে ধরে নিয়ে গেছে পুলিশ।

এদিন দুপুরে খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই আদালত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় বেসরকারি টেলিভিশনগুলো। তবে তাৎক্ষণিক বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য।

--------------------------------------------------------
আরও পড়ুন: নির্বাচনে খালেদার অংশ নেয়ার সম্ভাবনা কতটা?
--------------------------------------------------------

আদালত সূত্রে জানা গেছে, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

খালেদা জিয়া এবং আরও দুই আসামির উপস্থিতিতে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ-৫ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই রায় দেন।

রায় দেয়ার পর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কের পুরনো কারাগারে।

বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে এইচ এম এরশাদের পর খালেদা জিয়াকেই দুর্নীতির দায় নিয়ে কারাগারে যেতে হলো।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
X
Fresh