• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এ রায় আ.লীগ-বিএনপির বিষয় না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আওয়ামী লীগ-বিএনপি’র বিষয় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক সম্মেলনে ড. হাছান মাহমুদ বলেন, রায়ে সন্তুষ্ট-অসন্তুষ্ট হওয়ার কোনো বিষয় নেই।কারণ এটি আওয়ামী লীগ-বিএনপির কোনো বিষয় নয়। এতে প্রমাণিত হয়েছে আইন সবার জন্যই সমান, তিনি যতই ক্ষমতাবান হন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

--------------------------------------------------------
আরও পড়ুন: জুমার পর সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ
--------------------------------------------------------

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন।

আরও পড়ুন:

এসএইচ/এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
X
Fresh