• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালেদার রায়ের পর অঝোরে কাঁদলেন রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের পর সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে নেয়া হচ্ছে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। সেখানেই থাকবেন তিনি।

মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ফেলেন রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, এক অনন্য প্রত্যয়দীপ্ত মানুষ খালেদা। তাকে দীর্ঘদিন ধরে ভয়ঙ্করভাবে পর্যদুস্ত করার জন্য এক নীল নকশা করে আসছে এ সরকার। প্রতিহিংসার কারণে আজ এ রায় দেয়া হয়েছে। আমরা এ রায় মানি না।

তিনি বলেন, খালেদা জিয়া থাকলে তো গনতন্ত্র থাকবে, সার্বভৌমত্ব থাকবে। এজন্য তাকে সরিয়ে দেয়ার বন্দোবস্ত করা হয়েছে।

কাঁদতে কাঁদতে রুহুল কবীর রিজভী বলেন, পৃথিবীর কোথাও এমন ইতিহাস নেই। সরকার যেন একটি প্রতিহিংসার বিষ মনের মধ্যে পুষে রেখেছিলেন। এ রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসাপরায়ণ রায়। এ রায় সরকারের প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রায়। এ রায় বাংলাদেশের মানুষ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
X
Fresh