• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পর্যটন শিল্পকে উন্নত ও সমৃদ্ধ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০

পর্যটন শিল্পকে অর্থনৈতিক খাত হিসেবে উন্নত ও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে সোনারগাঁও হোটেলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

রোহিঙ্গাসহ যেকোনো বৈশ্বিক সমস্যায় সবাইকে সহায়তার হাত বাড়ানোর কথা আহ্বান জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দেয়ালধস, হতাহতের আশঙ্কা
--------------------------------------------------------

ঐতিহ্য ভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে সোনারগাঁও হোটেলে ‘ইসলামিক কনফারেন্স অব টুরিজম মিনিস্টার্স’ সম্মেলন শুরু হয়েছে। এটি সংস্থার দশম সম্মেলন। এর আগে ২০১৫ সালে নাইজারে নবম সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওআইসিভুক্ত ৫৭টি দেশের মধ্যে ২৫টি দেশের ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮৫ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে ইসলামি হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকা বিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা ঘোষণা ও টেকনিক্যাল ট্যুরের মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে।

আরও পড়ুন:

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
মানুষের সেবা করাই হোক নতুন বছরের অঙ্গীকার : জয়
নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী
X
Fresh