• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ কক্সবাজার যাচ্ছেন সুইস প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০২

ঢাকা সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য আজ (মঙ্গলবার) কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন।

সকাল ৯টার ‍দিকে সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

গেলো বছরের আগস্ট মাস হতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিভিন্ন সময়ে বিতাড়িত এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা কক্সবাজারের কুতপালংসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সকাল সাড়ে ১১ টায় কুতপালং রোহিঙ্গা ক্যাম্প যাবেন এবং দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনবেন।

তিনি কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন।

সুইস প্রেসিডেন্ট বিকেল সোয়া ৩টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০৭ কোটি ৪৯ লাখ টাকা (১২ মিলিয়ন সুইস ফ্রাংক) দেবে সুইজারল্যান্ড। এর আগে ৮০ লাখ ফ্রাংক দেয় দেশটি।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের করবী হলে তার সঙ্গে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সুইস রাষ্ট্রপতি।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইস প্রেসিডেন্ট।

এসময় আবদুল হামিদ রোহিঙ্গা সংকট অবসানে মিয়ানমারের ওপর চাপ দিতে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইজারল্যান্ডে ১৫ ট্রেনযাত্রীকে বাঁচাতে জিম্মিকারীকে হত্যা
সুইজারল্যান্ডের কথা বলে শুটিং হয় বুড়িগঙ্গার তীরে : সাইমন
X
Fresh