• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাষ্ট্রপতি নির্বাচনে এরশাদ-মেননের প্রস্তাবেও আব্দুল হামিদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৯

ফের রাষ্ট্রপতি হচ্ছেন মো. আবদুল হামিদ। সোমবার বিকেল ৪টা পর্যন্ত আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে আবদুল হামিদের পক্ষ থেকে তিন কপি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

প্রথম মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ওবায়দুল কাদের আর তোফায়েল আহমেদ হয়েছেন সমর্থক।

দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর সমর্থক হয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

তৃতীয় মনোনয়নপত্রে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রস্তাবক হয়েছেন। আর সমর্থক হয়েছেন হুইপ মো. আতিউর রহমান আতিক।

--------------------------------------------------------
আরও পড়ুন: আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভার তারিখ পরিবর্তন
--------------------------------------------------------

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ফেব্রুয়ারি। যদি দেখি আর কোনো মনোনয়নপত্র আমাদের কাছে নেই। তাহলে আমরা যে মনোনয়নপত্র পাবো, সেদিন সেটিকে ঘোষণা করতে পারবো।

একাধিক প্রার্থী থাকলে সে ক্ষেত্রে ভোট হয়। আর ভোটার হলেন সংসদ সদস্যরা। এমনই নিয়ম যোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া মনোনয়নপত্র পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত, প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এবং সংসদ ভবনে ভোটগ্রহণের কথা ছিল ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন সুসংহত করতে হবে : রাষ্ট্রপতি
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh