• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তরুণদের বই বেশি, পাঠকপ্রিয়তা কম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৮

প্রতিবছরের মত এবারও অমর একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের প্রকাশিত বইয়ের সংখ্যাই বেশি।
কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা ও প্রবন্ধ গ্রন্থসহ সাহিত্যের সবক্ষেত্রেই তরুণ লেখকদের রয়েছে পদচারণা।
তবে অধিকাংশ তরুণ মানসম্মত লেখা উপহার দিতে পারছেন না বলে দাবি পাঠকদের। এজন্য বই প্রকাশের আগে জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখালেখি করার পরামর্শ বিশিষ্ট লেখকদের।
--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------
একের পর এক বইয়ের মোড়ক উন্মোচন করে তরুণরা জানান দিচ্ছেন বইমেলায় রাজত্ব তাদেরই।
তবে শত শত নতুন বই প্রকাশিত হলেও পাঠকদের মন কাড়তে পারেননি অনেকে।
লেখক ও প্রকাশকরা বলছেন, পরিচিতি পাওয়ার আগেই অর্থ ব্যয় করে বই প্রকাশের প্রবণতা তরুণদের মাঝে বেশি থাকায় পাঠকপ্রিয়তা হারাচ্ছেন তারা।
দ্যু প্রকাশনের স্বত্বাধিকারী হাসান তারেক জানান, নতুন অনেক লেখকই বই বের করছেন। কিন্তু পাঠকদের মাঝে এখনো তারা জায়গা করে নিতে পারেননি। হঠাৎ করেই বই লিখছেন। কেউ কেউ নিজের অর্থ দিয়েও বের করতে চাইছেন। এতে করে লেখার গুরুত্ব কমে যাচ্ছে।
তিনি বলেন, প্রত্যেক তরুণ লেখকেরই উচিত, পত্রিকা-অনলাইনে নিয়মিত লিখে পাঠকপ্রিয়তা অর্জন করা। তারপর বই বের করা। এতে লেখকরাও সফলতা পান, প্রকাশকরাও তরুণদের বই বের করতে আগ্রহ পাবেন।
জাতীয় সাহিত্য প্রকাশনীর অনিরুদ্ধ দাস অঞ্জন বলেন, প্রতিবছরই অনেক তরুণ লেখকদের বই বের করি আমরা। কিন্তু বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এসব বই। এক্ষেত্রে তরুণদের পাঠক আকর্ষণে আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
বইমেলায় যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
শেষ সময়ে প্রাণবন্ত বইমেলা
X
Fresh