• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে ২৮৮ ফ্ল্যাট হচ্ছে সরকারি চাকরিজীবীদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭

সরকারি চাকরিজীবীদের উপযু্ক্ত, মানসম্মত ও স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য রাজধানীর মিরপুর ৬ নং সেকশনে ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। আজকের সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

তিনি জানান, দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীতে সরকারি চাকরিজীবীদের আবাসন ঘাটতি রয়েছে। রাজধানীতে সরকারি চাকরিজীবীদের মাত্র ৮ শতাংশ আবাসিক সুবিধা পেয়ে থাকেন। তাই অনেকেই বেসরকারি বাসভবনে থাকেন। এতে তাদের কর্মদক্ষতায় বিরূপ প্রভাব পড়ে। এজন্য এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পটিতে ব্যয় হবে ২৯০ কোটি ৫০ লাখ টাকা। সেপ্টেম্বর ২০১৭ থেকে জুন, ২০২০ মেয়াদকালে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পটির আওতায় প্রতিটি ১৫শ বর্গফুট আয়তনের ১৪৪টি ফ্ল্যাট বিশিষ্ট ৩টি ১৩ তলা ভবন নির্মাণ, প্রতিটি ১২৫০ বর্গফুট আয়তনের ১৪৪টি ফ্ল্যাট বিশিষ্ট ৩টি ১৩ তলা ভবন নির্মাণ ও আনুষঙ্গিক বিভিন্ন কাজ করা হবে।

অনুমোদিত অন্য প্রকল্প হলো- উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ২৮৭ কোটি ৬৫ লাখ টাকা।

দ্বিতীয় পর্যায়ের বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৫৫ লাখ টাকা।

১ হাজার ৭০৯ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন হবে।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পে ব্যয় হবে ১০৭ কোটি টাকা।

৪৯৫ লাখ ১০ কোটি টাকা ব্যয়ে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ হবে।

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল হতে চক্রশাল পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পে ব্যয় হবে ১০৩ কোটি ৫৮ লাখ টাকা।

চট্টগ্রামে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১৯ কোটি ২৯ লাখ টাকা।

বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নতিকরণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পে ব্যয় হবে ১২৫ কোটি ১৮ লাখ টাকা

শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, জামালপুর (প্রথম সংশোধিত) প্রকল্পে ব্যয় হবে ১০১ কোটি ১৬ লাখ টাকা।

এছাড়া ৪৯৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে জাতীয় রাজস্ব ভবন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬
মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   
প্রেমিকাকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠলেন ইমরান
X
Fresh