• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাতের বৈঠকে নেতাদের কী নির্দেশনা দেবেন খালেদা?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিতসভার পর আজ রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

তবে রাতের এই বৈঠক স্থায়ী কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন খালেদা জিয়া- এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক স্থায়ী কমিটির সদস্য জানান, চেয়ারপারসন নির্বাহী কমিটির সভায় মূল নির্দেশনা দিয়েছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। পাশাপাশি সরকারকেও ম্যাসেজ দিয়েছেন। তবে আজকে রাতের বৈঠক আভ্যন্তরীণ অনেক বিষয় নিয়েই নির্দেশনা দেবেন খালেদা।

--------------------------------------------------------
আরও পড়ুন: আদালত নিয়ে খা‌লেদার অভিযোগ দুঃখজনক : আইনমন্ত্রী
--------------------------------------------------------

ওই বিএনপি নেতা বলেন, চেয়ারপারসন জেলে গেলে কীভাবে কি হবে, দল কীভাবে চলবে, সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। ৮ তারিখ রায়ের আগে সম্ভব্য সব কিছু ভেবেই সিদ্ধান্তগুলো হচ্ছে।

এর আগে শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আমার বেশি হলে জেল হবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী ও ভক্ত আছেন, তাদেরও জেলে যেতে হয়েছে। তবে সরকার বিএনপি ও দলটির নেতাকর্মীদের কিছুই করতে পারবে না। এই সরকারের পায়ের নিচে মাটি নেই।’

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের আগেই সোমবার সিলেট সফরে যাচ্ছেন খালেদা জিয়া।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত। এ রায়ে দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। এ মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
X
Fresh