• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘অটিস্টিক শিশুরা কেমন হয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৩

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশিত হয়েছে নানজীবা খানের লেখা প্রথম বই ‘অটিস্টিক শিশুরা কেমন হয়’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন নানজীবা খান নিজেই।

মেলার অন্বেষা প্রকাশন প্যাভিলিয়ন ২২ এ বইটি পাওয়া যাবে। বইটির দাম দুশ' টাকা।

বইটির লেখক বহুমুখী প্রতিভার অধিকারী নানজীবা খান একাধারে ট্রেইনি পাইলট, সাংবাদিক, পরিচালক, উপস্থাপক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিএনসিসি ক্যাডেট অ্যাম্বাসেডর এবং বিতার্কিক।

বর্তমানে তিনি অ্যারিরাং ফ্লাইং স্কুলে ট্রেইনি পাইলট হিসেবে অধ্যয়ন করছেন। পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার।

বইটি সম্পর্কে নানজীবা আরটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম বই, দারুণ লাগছে। এখন শুধু বই প্রকাশের পরের ফলাফলের অপেক্ষায় আছি। চেষ্টা করেছি লেখার। কেমন হয়েছে সেটা পাঠকদের বিচারের ওপর নির্ভর করে।’

তিনি বলেন, ‘আমার ভাই তাসিন খান জীম একজন অটিস্টিক শিশু। জীমকে মাথায় রেখে বাস্তব অভিজ্ঞতা ও বিষয়টি পর্যালোচনা করে তথ্য-উপাত্তসহ বইটি লেখা হয়েছে। আমি বইটি নিয়ে দারুণ আশবাদী।’

নানজীবা বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়টি আমার মতে এখনও তুলনামূলক আড়ালে আছে। আমাদেরই দায়িত্ব তাদের নিয়ে ভাবা, তাদের জন্য কিছু করা।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh