• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৮ ফেব্রুয়ারি মাঠে থাকবে ছাত্রলীগ: সোহাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি যাতে দেশে কোনো প্রকার নাশতার সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্রলীগ সারাদিন মাঠে থাকবে। বললেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপিত সাইফুর রহমান সোহাগ।

শনিবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের কর্মী সভায় তিনি একথা বলেন।

সাইফুর রহমান সোহাগ বলেন, এই বিএনপি সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কয়েকশ মানুষকে হত্যা করেছে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে। জননেত্রী শেখ হাসিনা জনগণকে সেই সন্ত্রাসের রাণীর হাত থেকে মুক্ত করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন:‘বিএনপিকে হয়রানি নয়, সন্ত্রাসীদের ধরা হচ্ছে’
--------------------------------------------------------

তিনি বলেন, দুর্নীতি লুটপাটের এই রাণী যদি রাজপথে কোনো সন্ত্রাসের চেষ্টা করে, তবে তা প্রতিহত করবে ছাত্রলীগ।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
X
Fresh