• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না

দিনাজপুর প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৮

তত্ত্বাবধায়ক সরকার আমরা বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করে নাই। সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ (শনিবার) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পার্টির এক পথসভায় এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩’শ আসনে একক প্রার্থী দেবে।

আগামী ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে দেশে যে অবস্থা চলছে সে প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আগে রায় হোক তারপর দেখা যাবে। তবে তিনি বলেন, জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। সংঘাত, বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ জ্বালাও পোড়াও বিশ্বাস করে না।

এরশাদ বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন করা যায়। জেলে থেকেও নির্বাচনে অংশ নিয়েছি। তাই আগামী নির্বাচনেও যেভাবেই হোক জাতীয় পার্টি অংশ নেবে এবং ৩’শ আসনেই দলের প্রার্থী রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নির্বাচনে যাবেন খালেদা, তবে...
--------------------------------------------------------

বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতির সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
X
Fresh