• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুক লাইভে আসছেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৯

ফেসবুক লাইভে আসছেন খালেদা জিয়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য ফেসবুকে লাইভ করা হবে।

শনিবার সকাল ১০টা থেকে সভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আর খালেদা জিয়ার এই ভাষণ সকাল সাড়ে ১০টার দিকে লাইভ করা হবে।

ফেসবুকের তিনটি পেজ থেকে বিএনপি প্রধানের ভাষণ দেখা যাবে। সেগুলো হলো: Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org ও Facebook.com/bnplivenettv।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মে‌রি‌ডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সভার সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

সভার ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘শনিবার সকাল ১০টা থেকে নির্বাহী কমিটির সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি শেষ হয়েছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
X
Fresh