• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেলায় শান্তনু চৌধুরীর তিন বই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে শান্তনু চৌধুরীর তিনটি বই।

‘টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ ও সম্পাদনা’ শীর্ষক বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। প্যাভিলিয়ন নম্বরঃ নয়, দামঃ ২৪০ টাকা। প্রচ্ছদ মোস্তাফিজ কারিগর।

প্রেম ও প্রেমহীনতার উপন্যাসটি ‘রসিকা’ প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। প্যাভিলিয়ন নম্বরঃ ছয়। দাম ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।

এছাড়া মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নিয়ে উপন্যাস ‘সূর্যোদয়ের আগে’ প্রকাশ করেছে বেহুলা বাংলা। ১৭৩-১৭৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। দাম মাত্র ১৬৪ টাকা। প্রচ্ছদ এঁকেছেন আবু হাসান।

লেখক শান্তনু চৌধুরী গল্প দিয়েই মানুষের বিস্ময়, স্মৃতিকাতরতা, আকুলতা, স্বপ্ন আর স্বপ্নভঙ্গের কথা বলেন। বাঙালি মধ্যবিত্তের ভেতর-বাহির, দৈন্যতা, যাপিত জীবন, বিচিত্রতার কথাও তিনি লেখায় রূপায়ন করছেন স্বতঃস্ফূর্ততায়।

তিনি সমানতালে লিখে চলেছেন গল্প, কবিতা ও উপন্যাস।

চট্টগ্রামের সাতকানিয়া উত্তর ঢেমশা গ্রামে জন্ম নেয়া শান্তনু চৌধুরী প্রাতিষ্ঠানিক পাঠ শেষ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

পেশা সাংবাদিকতায় পার করেছেন এক যুগেরও বেশি সময়। বর্তমান তাঁর ব্যস্ততা টেলিভিশনের অন্দরমহলে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
X
Fresh