• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনে বাঘ কমে যাওয়া উদ্বেগজনক: হাছান মাহমুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ২৩:১৩

সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়া উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এটি নিরসন করা না হলে বাঘ নিশ্চিহ্ন হতে বেশি সময় লাগবে না। বললেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সুন্দরবনে সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা ১০৬টি। ছয় হাজার বর্গকিলোমিটার জায়গার জন্য এটি যথেষ্ট নয়। তাই বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: গয়েশ্বর আটক, দাবি বিএনপির
--------------------------------------------------------

তিনি বলেন, বৈঠকে চট্টগ্রামের ভাটিয়ারিতে বোটানিক্যাল গার্ডেন নির্মাণ প্রকল্প পুনরুজ্জীবিত করতে এবং যেকোনো রাস্তা সম্প্রসারণে পুরোনো গাছ না কেটে বিকল্পভাবে রাস্তা সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এসময় বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ ইয়াছিন আলি ও নবী নেওয়াজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
‘ভারতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খেয়ে বয়কটের ডাক তামাশা’
ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানি চুক্তি শিগগিরই : পররাষ্ট্রমন্ত্রী
মেছোবাঘ উদ্ধারে ৯৯৯-এ কল
X
Fresh