• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ধর্মীয় অনুভূতিতে আঘাতের বই প্রকাশ করলে ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:২৯

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বই প্রকাশ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।

বললেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ১২টার দিকে অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ এর নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে কোনো নতুন বই মেলায় এলে বাংলা একাডেমি তা যাচাই-বাছাই করে দেখবেন। যাতে কোনো বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত করতে না পারে।

তিনি আরো বলেন, বইমেলাকে ঘিরে ডিএমপি নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বই মেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে। সিসি ক্যামেরা দিয়ে মেলার ভেতরসহ চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। ইভটিজিং, ছিনতাইকারী-পকেটমার এবং অজ্ঞান-মলমপার্টির সদস্যদের প্রতিরোধের জন্য মেলায় মোবাইল টহল টিম ও স্পেশাল টিম থাকবে। বই মেলায় প্রবেশ ও বাহিরের গেট ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ-বাহির গেটে এবং উদ্যানের অভ্যন্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
‘ইহুদিদের ধর্মীয় উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা করবে না ইসরায়েল’
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
X
Fresh