• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বুধবার থেকে ইলিশ ধরা বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ১০:৪০

বুধবার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

গেল ২ অক্টেবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সরকারের নিষেধাজ্ঞার কথা জানান।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের ২৭টি জেলায় ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে। জেলাগুলো হলো, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার সব নদ-নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে।

এ ২২ দিন ইলিশ ধরা, বিতরণ, কেনাবেচা ও মজুদ স্থগিত থাকবে। এসময় মাছের আড়ৎ, হাটবাজারে অভিযান পরিচালনা করা হবে। পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযানে সহায়তা করবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh