• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শুভ বিজয়া দশমী মঙ্গলবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ০৯:১৪

মঙ্গলবার শারদীয় দুর্গোৎ​সবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। সোমবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহানবমী।

দশমীর দিন পূজা শুরু সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা শেষ ও দর্পন বিসর্জন সকাল ৯টা ৪৯ মিনিটে। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছিলেন। দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোড়ায় চড়েই।

এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় পূজা হচ্ছে ২২৯টি মণ্ডপে।

গেলো ৩০ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসব পালন করেছেন।

মঙ্গলবার বেলা তিনটায় ঢাকা মহানগরের অধিকাংশ পূজামণ্ডপের ভক্তরা তাদের প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রায় যোগ দেবেন। এ শোভাযাত্রা বাহাদুর শাহ পার্ক হয়ে সদরঘাট নৌ-টার্মিনালে নেয়া হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচদিনের এ ধর্মীয় উৎসব।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh