• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন’

অনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর ২০১৬, ২০:৫২

জেলা পরিষদ নির্বাচনের প্রস্তাবিত পদ্ধতি আয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসির মতই। বললেন, সু-শাসনের জন্য নাগরিক- সুজন এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা মিলনায়তনে তিনি এ কথা বলেন।

বদিউল আলম বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে জেলা পরিষদ নির্বাচন না করে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। তবে যে পদ্ধতিতে নির্বাচন করার প্রক্রিয়া চলছে তা সবার কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, সরকার যে অধ্যাদেশ জারি করেছে আশা করি তা পুনর্বিবেচনা করবে। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের মূল চেতনা যাতে প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তিনি বলেন, আমরা অনেক কিছুই গড়ে তুলতে পারবো। কিন্তু একটি সুন্দরবন গড়ে তুলতে পারবো না। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএস / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh