• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুঁজেই পাওয়া গেলো না রনির বাবা-মাকে

নাজমুল হোসেন সায়মন

  ১০ অক্টোবর ২০১৬, ১৯:৪৪

খুঁজে পাওয়া যাচ্ছে না শিশু রনির বাবা-মাকে। সোমবার দুপুরে রাজধানীর হাতিঝিলের মহানগর প্রজেক্টের আবাসিক এলাকায় শিশুটিকে পান রিকশাচালক হেলাল উদ্দিন।

সারাদিন রিকশায় ভাড়াখাটা বাদ দিয়ে তিনি খুঁজেছেন শিশুটির পরিবারকে। অবশেষে সন্ধান না পেয়ে রনিকে রামপুরা থানা পুলিশের কাছে দিয়ে আসেন হেলাল।

রিকশাচালক হেলাল জানান, পাড়া থেকে মহল্লা, গলি থেকে রাজপথ কোথাও সন্ধান পাওয়া গেলো না শিশুটির বাবা-মায়ের।
পথের ধারে কিংবা রাস্তার মোড়ে সব জায়গাতেই রনিকে দেখিয়ে তার পরিবারের খোঁজ করেছেন তিনি।

৩ বছরের শিশুটিকে বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে হেলালের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায় এক তরুণীও। বিষয়টি ধরা পড়ে আরটিভি টিমের ক্যামেরায়।

দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকার রামপুরা মহানগর প্রজেক্টর ৩ নম্বর গলি থেকে রিকশাচালক হেলাল কুড়িয়ে পায় শিশুটিকে। মা মনিরা আর বাবার নাম বাবু বলে জানালেও বাড়ির ঠিকনা বলতে পারেনি ছোট্ট শিশু রনি।

দুপুর গড়িয়ে বিকেল, তারপর ক্লান্ত শরীর যখন আর পারেনি তখন রামপুরা থানার পুলিশের কাছে শিশুটিকে বুঝিয়ে দেন পরোপকারী হেলাল।

শিশুটির সন্ধান করতে রামপুরা থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে পুলিশ।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh