• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রথম বাংলাদেশির পোপ হবার যোগ্যতা অর্জন

অনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর ২০১৬, ১৮:৪০

১৭ জন নতুন আর্চবিশপকে ক্যাথলিক খ্রিস্টানদের ২য় গুরুত্বপূর্ণ পদ সর্বোচ্চ যাজক (কার্ডিনাল) হিসেবে ঘোষণা দিয়েছেন পোপ ফ্রান্সিস। এদের মধ্যে বাংলাদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও রয়েছেন।

১৭ আর্চবিশপের মধ্যে বাংলাদেশের আর্চবিশপসহ ১৩ জনের বয়স ৮০ বছরের নিচে। তারা পরবর্তী পোপ হবার যোগ্য বলে বিবেচিত হবেন। প্যাট্রিক রোজারিও’র কার্ডিনাল ঘোষিত হবার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের সম্প্রদায় ভিত্তিক অনলাইন পত্রিকা খ্রিস্টান নিউজ বিডি। তারা জানায়, নতুন কার্ডিনাল নির্বাচিত হওয়ায় প্যাট্রিক ডি রোজারিওকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

আসছে ২১ নভেম্বর ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্চবিশপ প্যাট্রিক ছাড়াও ১৭জন নতুন কার্ডিনালকে স্বাগত জানাবেন।

বরিশালের পাদ্রিশীবপুরে ১৯৪৩ সালে ১ অক্টোবর ক্যাথলিক পরিবারে জন্ম নেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। তিনি পুরোহিত হন ১৯৭২ সালের ৮ জানুয়ারি। তিনি ১২ সেপ্টেম্বর ১৯৯০ সালে তৎকালীন নতুন ঘোষিত রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হিসেবে অভিষিক্ত হন। এরপর চট্টগ্রামের বিশপ হিসেবে নিয়োগ পান ৩ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে এবং ঢাকার আর্চবিশপ হন ২৫ নভেম্বর ২০১০ সালে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh