• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্ববিদ্যালয়ের মান দেখভালে কাউন্সিল হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৬, ১৫:৪৬

উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের মান দেখভাল করবে। জানালেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৬’র চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন এ আইন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য। কাউন্সিলের অনুমোদন ছাড়া এখন থেকে কোনো প্রতিষ্ঠান উচ্চশিক্ষার সনদ দিতে পারবে না।

তিনি বলেন, ১ জন চেয়ারম্যান, ৪ জন স্থায়ী এবং ৮ জন খণ্ডকালীন সদস্যসহ ১৩ জনের অ্যাক্রেডিটেশন কাউন্সিল হবে। তারা সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যাচাই করে স্বীকৃতি দেবে।

দেশে বর্তমানে ৩৮টি পাবলিক ও ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সব বিশ্ববিদ্যালয়কেই কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে।

মোহাম্মদ শফিউল আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এর মাধ্যমে কেউ সংক্ষুব্ধ হলে রিভিউ আবেদন করতে পারবেন।

গেলো ২৮ মার্চ মন্ত্রিসভায় আইনের খসড়া নীতিগত অনুমোদন পায়।

এইচটি / ডিএইচ / জেইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh