• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নবম ওয়েজবোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৩:৩৫

নবম ওয়েজবোর্ড গঠনে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে, মালিকদের স্বার্থ দেখা হবে না। বলেছেন সদ্য দায়িত্ব নেয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ওয়েজবোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজবোর্ড ঘোষণায় আর সময় লাগবে না। আমরা আশা করছি, খুব শিগগিরই নবম ওয়েজবোর্ডের বিষয়টি নিষ্পত্তি হবে।

এফডিসির বিষয়ে তারানা হালিম বলেন, চলতি বছরে বাকি সময়ের মধ্যে এফডিসিকে লাভজনক অবস্থায় আনতে না পারলেও ঘাটতির পরিমাণ অর্ধেকে আনা হবে।

বিদেশে কর্মরত শ্রমিকদের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে তারানা হালিম বলেন, বিদেশি মিশনগুলোতে বাংলাদেশি যেসব শ্রমিক কাজ করছেন তাদের অনুকূল ভাবমূর্তি তৈরিতে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে বিদেশিদের কাছে পৌঁছে দেয়ার কাজ হাতে নেবে তথ্য মন্ত্রণালয়।

টেলিভিশন সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য আমরা মাঠে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে বসতে চাই। তাদের কথা বিস্তারিত শুনে তা নিয়ে মালিকদের সঙ্গে বসে সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে চাই।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাশের দেশের স্বার্থ রক্ষায় স্বাধীনতাকে বিক্রি করছে সরকার’
‘সাংবাদিকদের প্রশ্নের সুর বদলেছে, এটাই আমাদের বড় সাফল্য’
সাঁথিয়ায় সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা, ক্যামেরা ভাঙচুর
সিন্ডিকেটকারীদের ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান কৃষিমন্ত্রীর 
X
Fresh