• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধর্মের নামে অপকর্ম সহ্য করা হবে না

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০১৬, ১৯:০৯

ধর্মের নামে অপকর্ম সহ্য করা হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এখনকার মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে সরকার। উন্নয়ন ও শান্তিপ্রিয় দেশ প্রতিষ্ঠা করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উৎসবে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো ধর্মে জঙ্গিবাদের স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিরা অপকর্ম করছে।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে প্রতিটি ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এক হয়ে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। সকলের রক্ত একাকার হয়ে মিশে গেছে এ দেশের মাটিতে। তাই এদেশের উন্নয়নে সবাইকে সহযোগিতা করতে হবে। এদেশে সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, সেই পরিবেশ তৈরি করতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দল। এই দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। কারণ মানুষের কল্যাণ চিন্তাই আমাদের কাছে সব চেয়ে বড়।

ঢাকেশ্বরী মন্দির থেকে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ দেখতে যান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh