• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ

মাস জুড়ে থাকবে শীত, কমবে কনকনানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৮, ১২:৪২

পৌষের শুরুতে শীতের দাপট দেখা না গেলেও বিদায় বেলায় অনেকটা ঘটা করেই জেঁকে বসেছে ঠাণ্ডা। গেল কয়েকদিন ধরে দেশজুড়ে রয়েছে কনকনে শীত। তবে আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি জুড়ে শীত থাকবে দেশজুড়ে। শীত থাকলেও কনকনে ভাব সামান্য কমবে। তবে দিন ও রাতের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসতে পারে। কোথাও কোথাও তীব্রতা অব্যাহত থাকবে। এর মধ্যেই আগামী সপ্তাহে একটি শৈত্যপ্রবাহ দেখা মিলতে পারে। তীব্র কুয়াশা আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে।

সোমবার সকালে আবহাওয়াবিদ আয়েশা খানম আরটিভি অনলাইনের সঙ্গে ফোন আলাপে জানান, গেল বছর তো তেমন শীত পড়েনি। পৌষের মাঝামাঝি সময়েও শীতের তীব্রতা ছিল না। এবার ভারতেও শীত বাড়বে, এর প্রভাব দেশেও থাকবে।

তিনি আরো বলেন, গেল বছরের চেয়ে একটু বেশিই শীত পড়তে পারে। জানুয়ারি মাসতো শীতেরই মাস। পুরো মাস জুড়েই শীত শীত আবহাওয়া থাকবে। ঘন কুয়াশায় সূর্যের তাপ ভূ-ভাগে পৌঁছতে পারছে না। ফলে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) খুব একটা পরিবর্তন হচ্ছে না। ফলে এই শীতের মধ্যেই তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে।

-------------------------------------------------
আরও পড়ুন: তেজকুনীপাড়ার আগুন নিয়ন্ত্রণে
-------------------------------------------------